সীতাকুণ্ডে আবারো নৌকার টিকেট পেলেন বদিউল আলম

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধিঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সীতাকুণ্ড পৌরসভার মেয়র পদে সাধারণ নির্বাচনে আবারো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র বীর মুক্তিযুদ্ধা মোঃ বদিউল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া।তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিশাল দল। এখানে দলের মনোনয়ন পেতে প্রার্থী বেশি থাকবে এটাই স্বাভাবিক। তবে দলের হাইকমান্ড বিচার বিশ্লেষণ করে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমকে যোগ্য মনে করেন পূনরায় উনাকে আওয়ামী লীগ দলীয় নৌকার টিকিট দিয়েছেন।

এখন আমরা যারা আওয়ামী লীগ করি সবার একটাই কাজ আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে দলমত নিবিশেষে বিজয়ী করে নিয়ে আসা।”

জানা যায়, এবার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের একাধিক প্রার্থী মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। মেয়র প্রার্থীরা হলেন- বর্তমান মেয়র ও সীতাকুণ্ড পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড আ.লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, সাবেক ছাত্রলীগ নেতা রোটারিয়ান ও সাপ্তাহিক চাঁটগার বাণী পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ইউসুফ, পৌরসভার কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন, কাউন্সিলর জুলফিকার আলী শামিম, উপজেলা যুবলীগের সভাপতি মো.শাহজাহান, পৌর যুবলীগের সভাপতি শাহ কামাল চৌধুরী, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক ও ভুইয়া সামি আল মুজতবাসহ ১৬জন প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কাছে প্রার্থীতা ঘোষনা করেন। দল যাচাই-বাচাই পরবর্তী ৯ জনের নাম প্রস্তাব পাঠান কেন্দ্রে। কেন্দ্র বিচার বিশ্লেষণ করে বর্তমান মেয়রকে পুনরায় নৌকার মাঝি হিসেবে টিকেট প্রদান করেন। 

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগ দলীয় একক প্রার্থী আলহাজ্ব বদিউল আলম বলেন, আমার গত ৫ বছরের কাজকে দল মূল্যায়ন করেছে। আমিও দলের সুখে-দুখে ছিলাম,ভবিষ্যতেও থাকবো। পুনরায় দল আমাকে মনোনয়ন দিয়ে আরো বেশি বেশি পৌরবাসির সেবা করার সুযোগ করে দিয়েছে। আমাকে পুনরায় দলীয় টিকিট দেওয়ায় দলের কেন্দ্রীয়,স্থানীয় এমপি দিদারুল আলম,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ সালাম,সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ১ এপ্রিল ২৮ বর্গমাইল আয়তনের সীতাকুণ্ড পৌরসভা গঠিত হয়। এ পৌরসভায় ভোটার রয়েছেন প্রায় ২৮ হাজারের মতো। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২৮ ডিসেম্বর সীতাকুণ্ড পৌরসভাসহ দেশের ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.