আয়কর রিটার্ন দেয়ার সময় বাড়লো আরো ১ মাস 

0

সিটি নিউজঃ আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে আরো ১মাস। করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে।

জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের এ সিন্ধান্তের কথা জানিয়েছেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার শামিনা ইসলাম।

তিনি বলেন, ‘ব্যক্তি করদাতা, ব্যবসায়ী, আয়কর আইনজীবী ও জন প্রতিনিধিসহ সকল পক্ষের অনুরোধে কোভিড পরিস্থিতিতে আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত (এক মাস) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর চেয়ারম্যান।

জরিমানার বিষয়টি নমনীয় রাখা হয়েছে। ৩০ নভেম্বরের পর সময় বাড়ানোর আবেদন করা যাবে, তবে জরিমানা মওকুফ বাধ্যতামূলক না, কর কমিশনার চাইলে তা মওকুফ করতে পারেন।

তিনি আরো জানান, গতকাল (২৯ নভেম্বর) পর্যন্ত সারাদেশে ১৫ লাখ রিটার্ন জমা পড়েছে। গত বছরের চেয়ে এবার ৭০ হাজার বেশি রিটার্ন জমা পড়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.