মৃত্যুতে শেষ নয়, তোমার কর্মে রবে তোমার নাম

0

সিটি নিউজঃ জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোরশেদুল আলমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি হাজী সাহাবুদ্দিনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

গত ৩০ নভেম্বর নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, সাবেক ছাত্রনেতা রাশেদুল আলম, মহানগর আওয়ামী লীগ নেতা প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, চিত্র রঞ্জন সরকার, কাউন্সিলর পদপ্রার্থী শৈবাল দাশ সুমন, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনজুমান আরা, রুমকি সেন গুপ্তা, আওয়ামী লীগ নেতা মোঃ সৈয়দুল আলম, মোঃ জাহাঙ্গীর মোস্তফা, মোঃ ইসমাইল হোসেন, শেখ সাইফুদ্দীন খালেদ রানা, বাবুল দেব রায়, মৃদুল কুমার দাশ, রঞ্জন রশ্মি বড়ুয়া, শাহনারা বেগম, মোঃ ইমতিয়াজ হোসেন, আবু ফরহাদ চৌধুরী সাহাবু, সাহেদুল আলম, হাজী মুন্সি মিয়া, আহসান উল্লাহ খোকন, অনিল দাশ, শামসুদ্দিন নুরী, তৌহিদুর রহমান, ছোটন দাশ, বিপ্লব মিত্র, মো: ইসহাক, ওয়াহিদুল আলম শিমুল, সুভাষ দেব, শরফুদ্দীন মাহি, কাঞ্চন চৌধুরী, সাংবাদিক মহরম হোসাইন, মো: হুমায়ুন, মো: শুক্কুর, মো: সালাহ উদ্দিন, সুচিত্রা গুহ টুম্পা, যুবলীগ নেতা ইকবাল আহমেদ ইমু, জহিরুল ইসলাম মঞ্জু, ইসমাইল হোসেন লিটন, মোরশেদ কুতুবী, মোঃ শফিক, দেলোয়ার হোসেন, মোঃ হায়দার, মো: মুন্না, বিধান সরকার, মো: খোকন, শাহাদাত হোসেন রনি, বিকাশ দাশ, শৈবাল দাশ, মোঃ মনির হোসেন, মোঃ শাহ নেওয়াজ জসিম প্রমুখ।

প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মোরশেদের মত সংগঠক বর্তমান সমাজ ব্যবস্থায় খুবই অপ্রতুল। মৃত্যুতে শেষ নয়, তোমার কর্মে রবে তোমার নাম। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

প্রধান বক্তা রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শেকে বুকে ধারণ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া সকলকে দিয়ে হয় না। মোরশেদের মত দক্ষ সংগঠক বর্তমান সময়ে খুবই প্রয়োজন। তার এই অকাল প্রয়ানে আমি মর্মাহত। বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার সুশাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনাকে সুসংগঠিত এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মোরশেদকে অনুসরণ করতে দলীয় নেতা কর্মীদের উদাত্ত আহ্বান জানান।

স্মরণ সভায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বাবুলের করোনা প্রজেটিভ হওয়ায় এবং রোগমুক্তি কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.