মশার ওষুধ ভূতে ছিটায়

0

জুবায়ের সিদ্দিকীঃ চসিক প্রতি ওয়ার্ডে চারজন পরিচ্ছন্নকর্মী মশার ওষুধ ছিটানোর কথা বললেও বাস্তবে ওষুধ ছিটানোর কোন আলামত নেই। এ কথাগুলো সাধারণ মানুষের।

চারমাস ধরে কাউন্সিলর না থাকায় মনিটরিংয়ের অভাবে কাজের কোন গতি নেই। অনেকে বলছেন, ওষুধ অকার্যকর। এই ওষুধ মশার ওষুধ। এই মশা এখন দিনরাত মানুষকে কামড়াচ্ছে। মশার গুনগুন শব্ধ এখন বাসাবাড়ী, দোকানপাট, অফিস-আদালত সবখানেই এখন মশার দাপট।

১৮৩১ সালে ইশ্বর চন্দ্র গুপ্ত লিখেছেন, রাতে মশা, দিনে মাছি, দুই তাড়িয়ে কলকাতায় আছি। এখন কলকাতার চেয়েও ভয়াবহ রূপ মশা চট্টগ্রাম শহরে। এতে করে অতিষ্ট নগরবাসী।

জনগণের প্রশ্ন- চসিকের ওষুধ কি অকার্যকর ? গোসাইল ডাঙ্গার বাসিন্দা মতিন বললেন, মশার ওষুধ ভূতে ছিটায়, মানুষে ছিটাইলে’তো দেখা যেতো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.