সীতাকুণ্ডে হযরত আব্দুল্লাহ (রা.) জামে মসজিদের শুভ উদ্বোধন

0

সিটি নিউজঃ আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে বাদ জোহর সীতাকুন্ড কদমরসুলস্থ এইচ এম শিপ ব্রেকিং সংলগ্ন ‘হযরত আব্দুল্লাহ (রা.) জামে মসজিদ’ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে খতমে কুরআন, খতমে বোখারী, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র এম মনজুর আলম। এ সময় প্রধান অতিথি বলেন, ‘মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন আল্লাহর সন্তুষ্টি ও মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। এরি ধারাবাহিকতায় ফাউন্ডেশনের ৬৮ তম প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হলো ‘হযরত আব্দুল্লাহ (রা.) জামে মসজিদ’ মহান সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন ও মানব সেবার জন্যই এই ফাউন্ডেশনের পথ চলা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুফতি মাওালানা আবদুল ওয়াজেদ, হযরত খাজা কালু শাহ সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আমিরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা মোরশেদুল আলম, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা জালাল উদ্দিন আযহারী, আমানত শাহ দরগাহ (রহ) জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক সৈয়দ মাওলানা মোহাম্মদ ইউনুছ রজবী, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম রাজু, আলহাজ্ব মোহাম্মদ সারওয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, তাহের মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ বাদশা আলম, সমাজ সেবক নেছার আহাম্মদ, মোহাম্মদ মররম আলী, হাজী মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুফতি মাওালানা আবদুল ওয়াজেদ ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.