বাঁশখালীতে লাঠি দিয়ে মেরে বৃদ্ধের পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা
বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহাছড়া ইউনিয়নের ইলসা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠি দিয়ে মেরে নুরুল আকতার (৬০) নামে এক বৃদ্ধের পা ভেংগে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত নুরুল আকতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানান তার ছেলে ফারুক। তাকে চমেক হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ফারুক সিটি নিউজকে বলেন, আমি চট্টগ্রাম ও আমার ভাই ঢাকা থাকেন। আজ বিকেলে ঘটনা শুনে আব্বাকে চট্টগ্রামে নিয়ে আসতে বলি। তিনি আরো বলেন, আমার বাবা জোহরের নামাজ শেষে তার আব্বা আম্মার কবর জেয়ারত করছিলেন। এমন সময় কে বা কারা তাকে লক্ষ্য করে মাটির দলা নিক্ষেপ করে। তিনি এর প্রতিবাদ করলে প্রতিবেশী মৃত নাগু আহমদের ছেলে জাকের হোসেন, জাকের হোসেনের ছেলে রায়হান এসে লাঠি দিয়ে বেদম প্রহার করে। তাদের লাঠির আঘাতে আমার বাবার পা ভেঙ্গে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাঁশখালী গিয়ে মামলা করবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে বাহাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের সাথে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।