জুবায়ের সিদ্দিকীঃ মু্ক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম খোন্দকার মোজাম্মেল হক। একজন মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক। প্রতিবছর ডিসেম্বর মাসে অতিথি হয়ে আসতেন চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলায়। মঞ্চ কাঁপানো তার বক্তব্য শুনতেন শত শত মানুষ গভীর রাত পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে।
রণাঙ্গনের এই অকুতোভয় বীর যোদ্ধা মোজাম্মেল হক সাংবাদিকতা জীবনে অনেক প্রতিকূল আবস্থায়ও বিএনপি-জামায়াত জোট সরকারের কাছে কখনো মাথানত করেননি।
’৯১ সাল থেকে ’৯৬ সাল পর্যন্ত বিএনপি জোট সরকারের আমলে ছিল সরকারের অযাচিত হস্তক্ষেপ ও খবরদারী। না, তিনি কখনো আপোষ করেনি কোন অপশক্তির কাছে। মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেছেন মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত।
ডিসেম্বর মাস এলেই লিখতেন, “ডিসেম্বর এলেই রক্তটগবগ করে” ফিরে যেতে ইচ্ছে করে রণাঙ্গনে। ইচ্ছে হয় ষ্টেনগান আবার হাতে তুলে নিই। এই সমাজকে জাগাতে প্রয়োজন লড়াইয়ের। সেই বীর যোদ্ধা আজ আমাদের মাঝে বেঁচে নেই। তার আত্মার মাগফেরাত কামনা করি।