পা নয়, হাত কেটেছে ডাক্তার

0

সজল চক্রবর্ত্তী :   পায়ের চিকিৎসা করতে এসে হাতও হারাতে হয়েছে। চিকিৎসকদের ভুলের কারনে ৫ বছরের শিশু ওয়াহেদার বাম হাতটি কেটে ফেলতে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয় বাড়ির সামনে। চাকার নিচে পড়ে তার বাম পা থেতলে যায়। ভর্তি করা হয় চমেক হাসপাতালের ২৬নং ওয়ার্ডে।

ভুল চিকিৎসার অভিযোগ ডা. রাজীব বড়–য়ার বিরুদ্ধে। এই ডাক্তারের বিরুদ্ধে রোগির পরিবার অভিযোগ করে বলেছেন, ’তিনি অবহেলা ও তুচ্ছ তাচ্ছিল্য করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.