পটিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে প্রতিবাদ সমাবেশ

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চট্রগ্রামের পটিয়ায়  আজ মঙ্গলবার পটিয়ায় সরকারী কর্মকর্তা কর্মচারীরা ‘জাতির জনকের সম্মান, রাখবো মোরা অম্লান’ এ প্রত্যয়ে এক প্রতিবাদ সমাবেশ করেছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি ইনামুল হাসান, পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, সিনিয়র মৎস কর্মকর্তা লুৎফর রহমান, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় পরিসংখ্যান কর্মকর্তা মীর আনজুম সাকিব।

এতে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। তার অসম আত্ম ত্যাগের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশ। আমরা যে কোন মূল্যে জাতির জনকের সম্মান অক্ষুন্ন রাখতে আন্তরিক প্রয়াস চালিয়ে যাবো। তারা কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশা পাশি তারা এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.