সীতাকুণ্ডে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বিজয় দিবস উৎযাপন

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ প্রতিবারের মত এবারও যথাযথ মর্যাদায় সীতাকুণ্ডে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকাল ৬ টায় উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সকালে স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন, এছাড়া উপজেলা প্রসাশনের পক্ষ থেকে চেয়ারম্যান এসএম আল মামুন, নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম পুস্পমাল্য অর্পণ করেন।

এরপর সীতাকুণ্ড প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া, সাধারণ সম্পাদক এসএম আল মামুন, পৌর মেয়র বদিউল আলম, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদসহ বিভিন্ন ইউপিয়নের চেয়ারম্যানবৃন্দ। উপজেলা বিএনপি, মডেল থানা, বার আউলিয়া হাইওয়ে থানা, ফায়ার সার্ভিসসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনীতিক, সামাজিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।

সকাল ৮টার সময় জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন।

জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলা শহীদ মিনারে সীতাকুণ্ড যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এতে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সীতাকুণ্ডের বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অপরদিকে সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।

বিশেষ অথিতি ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুরউদ্দিন রাশেদ, মৎস্য কর্মকর্তা মোঃ শামীম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্যসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.