পাবনায় কর্মরত বিদেশীদের সিসি ক্যামেরার আওতায় চলাচলের নির্দেশ

0

পাবনা প্রতিনিধি: জাপানি ও ইতালীয় নাগরিক খুন হওয়ার ঘটনায় পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী ইপিজেড, রেলওয়ে জংশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১২৬ জন বিদেশি নাগরিককে সিসি ক্যামেরার আওতায় চলাফেরা করার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা সভায় এ নির্দেশ দেয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, রোববার বিকেলে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ফাঁড়ির পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ড ও খ্রিস্টান ধর্মীয় যাজককে হত্যার চেষ্টাসহ অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এক বিশেষ আইন শৃংখলা সভার আয়োজন করা হয়।

সভায় ঈশ্বরদীর বিভিন্ন দপ্তরে কর্মরত ১২৬ বিদেশি নাগরিককে সিসি ক্যামেরার আওতায় চলাচলের নির্দেশ দেয়া হয়। এছাড়া যেসব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর নাই সেসব প্রতিষ্ঠানে আগামী ৫ দিনের মধ্যে সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর স্থাপনের নির্দেশ দেয়া হয়।

সভায় প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ স্থানীয় সুশিল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.