বেগম পাড়ার বিষয়ে ৫ সংস্থার প্রতিবেদন হাইকোর্টে

0

সিটি নিউজ ডেস্কঃ কানাডার বেগম পাড়ায় অর্থপাচারের বিষয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ৫টি সংস্থা হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চে, এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে দুদক জানায়, এখন পর্যন্ত বিদেশে আড়াই হাজার কোটি টাকা পাচার হয়েছে। আর অর্থপাচার নিয়ে কানাডার কাছে তথ্য চাওয়া হয়েছে বলে হাইকোর্টে জানিয়েছে, বিএফআইইউ।

সিআইডি জানায়, ক্যাসিনো ব্যবসায়ী যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট এবং এনামুল হক আরমান দুইশ ৩২ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.