পদ্মা অয়েল (সিবিএ) নির্রাচনে জসিম সভাপতি আইয়ুব সম্পাদক

0

সিটি নিউজঃ পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কালেকটিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) নির্বাচনে চেয়ার মার্কার বিজয় হয়েছে।  গতকাল মঙ্গলবার ২২ ডিসেম্বর পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এ অনুষ্ঠিত সিবিএ নির্বাচন ২০২০-এ পদ্মা অয়েলের মেহনতি শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবিনামা আদায়ের লক্ষ্যে পদ্মা অয়েলের শ্রমিক-কর্মচারীর পরীক্ষিত অন্যতম সংগঠন পদ্মা অয়েল কোং লি. এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি: নং: বি-২১৯৫) চেয়ার মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে।

এ ব্যাপারে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘নির্বাচন দীর্ঘায়িত করতে বিভিন্ন আদালতে ৭-৮টি মামলা করা হয়।  আপিল বিভাগে সর্বশেষ মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর শ্রম অধিদপ্তর নির্বাচনের তফসিল দেন।’

তিনি বলেন, ২০১৫ সালের ৩১ জুলাই সিবিএর মেয়াদ উত্তীর্ণ হয়।  বিগত পাঁচ বছর সিবিএ নির্বাচন না হওয়ার কারণে কোম্পানির সঙ্গে দুইটি দ্বিপক্ষীয় চুক্তি পেন্ডিং (স্থগিত) ছিল।  আল্লাহর অশেষ রহমাতে সংগ্রাম লড়াই করে সব বাধা অতিক্রম করে তারা জয়ী হয়েছেন।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. গিয়াস উদ্দিন বলেন, গত ২৬ নভেম্বর শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ২২ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠানের দিন ঘোষণা করেন।

জানা গেছে, নির্বাচনে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং: বি-২০১৯) ‘হারিকেন’, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়ন (রেজি. নং: বি-২১১৬) ‘ছাতা’ এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: বি-২১৯৫) ‘চেয়ার’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে।

জু-সি,২৩/১২/২০২০

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.