সংগীত শিল্পী এ আর রহমানের মা আর নেই

0

সিটি নিউজ ডেস্কঃ উপমহাদেশের সংগীত অঙ্গনের অন্যতম তারকা এ আর রহমানের মা করিমা বেগম ভারতের চেন্নাইয়ে মারা গেছেন। বেশ কিছুদিন তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। এ আর রহমান মায়ের একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। সোমবার (২৮ ডিসেম্বর) চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অস্কার-বাফটা-গ্র্যামি জয়ী সংগীত পরিচালকের মা।

পরিচালক মোহন রাজার টুইটের বরাতে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ এ খবর প্রকাশ করেছে। এ ছাড়া, এ আর রহমানের মায়ের মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাদ্যম ডিএনএ।

প্রতিবেদনে জানানো হয়েছে, এ আর রহমান তাঁর মায়ের বেশ ঘনিষ্ঠ ছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর মায়ের সংগীতের প্রবণতা এবং আধ্যাত্মিক দিক তাঁর চেয়ে অনেক বেশি। তাঁর মা-ই তাঁকে সংগীত পরিচালনা করতে বাধ্য করেছিলেন।

এ আর রহমানের বাবা আর কে শেখর মুধালিয়ার ছিলেন চলচ্চিত্রের মিউজিক কম্পোজার। এদিকে এ আর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ভক্তরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.