কক্সবাজার রেল লাইন প্রকল্পঃ তমা গ্রুপকে ৫০ কোটি টাকা জরিমানা

0

সিট নিউজঃ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের লোহাগাড়ায় অতিরিক্ত পাহাড় কাটায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ অ্যান্ড কন্সট্রাকশন লি. কে ৫০ কোটি টাকা জরিমানা করেছে। দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ করতে গিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রাঙ্গাপাহাড় এলাকায় অনুমোদন ব্যতীত দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কাটে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে নগরের খুলশির পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রাঙ্গাপাহাড় এলাকা থেকে তমা গ্রুপ দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কেটেছে। তাদের ৩৭টি পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়েছিল। তমা গ্রুপ তার বাইরে গিয়ে ২০ টি পাহাড়ের দুই কোটি ২২ লাখ ঘনফুট বেশি মাটি কাটে। এধরনের অভিযোগ পেয়ে গত নভেম্বরে শুনানিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.