চট্টগ্রামে আরও ১১৮ জনের করোনা শনাক্ত

0

সিটি নিউজ ডেস্ক:
চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) ১ হাজার ৮৫৮ জনের নমুনা পরীক্ষায় আরো ১১৮ জনের শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ১০৩ জন নগরীর ও ১৫ জন উপজেলার বাসিন্দা। শুক্রবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬০ জন। এর মধ্যে ২৫৭ জন নগরীর ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৯০ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৯১ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের ও সিভাসুতে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের ও শেভরণে ২২১ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে।

উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত ৩১ হাজার ২১২ জনের দেহে। এর মধ্যে ২৪ হাজার ১০৬ জন নগরীর ও ৬ হাজার ৯৮৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.