সিটি নিউজ ডেস্ক: রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ফজলুল কাদের (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে কাগতিয়া মজিদাপাড়া এলাকার একটি মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. ইব্রাহিম। নিহত ফজলুল কাদের ওই এলাকার মৃত আমিনুল হকের ছেলে। স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা শুক্রবার সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে ফজলুল কাদেরকে না দেখে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে পাননি।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, সকাল সাড়ে ১১টায় স্থানীয় লোকজন মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি জানায়। এরপর দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে।পরিবারের দাবি ফজলুল কাদের মৃগী রোগী ছিলেন। মৃত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সিটি নিউজ/জিএস