৬২ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

0

সিটি নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার নিখোঁজ ক্রু ও যাত্রীসহ ৬২ আরোহী নিয়ে বিমান ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০। ট্র্যাকিং ডাটা ও রেজিস্ট্রেশনের সব ধরনের তথ্য অনুসারে শনিবার (৯ জানুয়ারি) এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।জানা গেছে, শনিবার স্থানীয় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে প্লেনটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ওই গন্তব্যের যাত্রাপথ ৯০ মিনিট। ৪ মিনিট পরই কন্ট্রোলরুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। প্লেনটি সাগরের ওপরে ১০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় নিখোঁজ হয়েছে। ফলে এটি সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে সেটির জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে।

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.