অন্ধকারে নিমজ্জিত পাকিস্তান 

0

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারনে পুরো অন্ধকারে নিমজ্জিত পাকিস্তান। শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে প্রায় একাধিক শহরে একইসঙ্গে বিদ্যুৎ চলে যায়। ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, ইসলামাবাদ, মুলতানসহ একাধিক শহর। পাক-অধিকৃত কাশ্মীরেও অন্ধকার নেমে আসে। মোবাইল ও ইন্টারনেটসহ সব ধরনের জরুরি পরিষেবা ব্যাহত হয়।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত টুইটবার্তায় জানিয়েছেন, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে পুরো পাকিস্তানে অন্ধকার নেমে এসেছে। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগবে।’

পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব রাতেই টুইট করে জানিয়েছেন, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় হঠাৎ করেই সমস্যা দেখা দেয়ায় দেশজুড়ে ব্ল্যাকআউটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ শুরু করেছে। যত দ্রুত সম্ভব সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

এদিকে ব্ল্যাকআউট হওয়ার পরপরই টুইটারে #ব্ল্যাকআউট শব্দটি ট্রেন্ডিং হয়ে পড়ে। এনিয়ে ২০ হাজার টুইট হয়েছে।

এর আগে ২০১৫ সালে ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। সেসময় রাজধানী ইসলামাবাদসহ দেশের ৮০ শতাংশ অঞ্চল অন্ধকারে ডুবে গিয়েছিল। ন্যাশনাল গ্রিড বসে যাওয়ার কারণে সেই ভয়ানক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল গোটা পাকিস্তানকে।

সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোরের দিক থেকে বিভিন্ন শহরে ধাপে ধাপে বিদ্যাৎ পরিষেবা ফিরে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। খবর দ্য ডন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.