সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড এলাকা বলির পাড়ায় বিশাল উঠান বৈঠক ও গণসংযোগ করেন জনগণের মনোনীত ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর আলহাজ্ব এইচ এম সোহেল।
উক্ত বৈঠকে বলির পাড়া সমাজের গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বী পরুষ, মহিলা উপস্থিত ছিলেন। বৈঠকে কাউন্সিলর প্রার্থী সোহেল গত পাঁচ বছরের কর্মকান্ড তুলে ধরে বলেন, দেশে মহামারী করোনা ভাইরাস কালীন আপনাদের পাশে ছিলাম। গত পাঁচ বছরের ওয়ার্ডে জাতীয় সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, অবিবাহিত সনদ, চারিত্রিক সনদ ও প্রত্যয়ন পত্র ফ্রিতে প্রদান করেছি এবং ডোর টু ডোর পরিচ্ছন্ন কর্মী দিয়ে ঘরে ঘরে ময়লা কালেকশন করেছি।
তিনি বলেন, গত পাঁচ বছরের ওয়ার্ডে বিভিন্ন অলি গলি রাস্তা ও ২৭ নং ওয়ার্ডে সকল রাস্তা প্রায় ২ শত ৪৮ কোটি টাকর কাজ হয়েছে।
উক্ত বৈঠকে বক্তব্য রাখেন শফি কোম্পানী, আবুল খায়ের, ইকবাল হারুন রশীদ, হাসান মুরাদ সেলিম, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ হারুন, মোঃ জসিম, জালাল আহম্মদ রানা প্রমূখ্।
সিটি নিউজ/জস