শীর্ষ সন্ত্রাসী ‘সেভেন স্টার গ্রুপের’ ৬ সদস্য আটক
সিটি নিউজ ডেস্ক: রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ‘সেভেন স্টার গ্রুপের’ সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১২ টায় ডিবি কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের সদস্য পরিচয়ে একটি গ্রুপ চাঁদাবাজি চালিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়।
সিটি নিউজ/জিএস