বাঁশখালীতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময়

0

বাঁশখালী প্রতিনিধিঃ “মুজিববর্ষ উদযাপন” উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের ভুমি ও গৃহহীনদের উপহার হিসেবে বাঁশখালীতে “ঘর” প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বাঁশখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

আজ রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে এ মতবিনিময় সভা ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইউএনও সাংবাদিকদের বলেন, আগামী ২৩ জানুয়ারী ২১ ইং শ‌নিবার মাননীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা ভি‌ড়িও কনফা‌রেন্সের মাধ্য‌মে যাচাই বাছা্ইয়ের মাধ্যমে প্রকৃত গৃহহীন ও ভূ‌মিহীন‌দের ম‌ধ্যে এই ঘর গু‌লো বিতরণ কর‌ার সম্মতি জ্ঞাপন করেছেন।

এই সময় উপস্থিত ছিলেন, বাঁশখালী প্রেস ক্লাবের আহবায়ক দিলীপ কুমার তালুকদার, বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোন ও ভোরের কাগজ প্রতিনিধি অনুপম কুমার অভি, বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক আজাদী ও দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, বাঁশখালী প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য দৈনিক ইত্তেফাক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি শাহ মোহাম্মাদ শফি উল্লাহ, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক সংগ্রাম ও দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল জাব্বার,দৈনিক মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের,দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য,দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি হিমেল বড়ুয়া বাপ্পা, দৈনিক ডেসটিনি ও দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম ট্রিবিউন প্রতিনিধি, মুহাম্মদ দিদার হোসাইন প্রমূখ।

নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার আরো বলেন, “মুজিববর্ষ উদযাপন” উপলক্ষে দেশের প্রত্যেকটি অঞ্চলে গৃহহীনদের ঘর উপহার প্রদানের যেই উদ্যোগ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় বাঁশখালী উপজেলায়ও ইতিমধ্যে আমরা ২৫ টি ঘর নির্মাণ করতে সক্ষম হয়েছি এবং আরো ২২ টি গৃহ নির্মাণের বাজেটও আমাদের হাতে আজকে চলে আসার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.