সাংবাদিক পরিচয়ে প্রতারকচক্র

0

সিটি নিউজঃ হ্যালো– আমি সাংবাদিক অমুক বলছি। আপনাকে নিয়ে পত্রিকায় বিশেষ সংবাদ প্রকাশিত হচ্ছে। এর জন্য কিছু খরচ দিতে হবে। বিকাশে দ্রুত টাকা পাঠান। এমন প্রস্তাবে চসিক নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অনেকে টাকাও বিকাশে পাঠিয়ে দেন। “অমুক” পত্রিকা থেকে বলছি। ওয়াটস আপে ছবি দিন। কাল আমাদের পত্রিকায় আপনার ছবিসহ নিউজ যাচ্ছে। বিকাশে দ্রুত টাকা পাঠান। এভাবে প্রতারকচক্রের ফোন যাচ্ছে অনেক কাউন্সিলর প্রার্থীর কাছে। যে কারনে প্রকৃত সাংবাদিকেরা সমস্যায় পড়ছেন। প্রতারকচক্রের টাকা হাতিয়ে নেওয়ার পরদিন বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হযেছেন। বাস্তবতা হচ্ছে, মুঠোফোনে খরচের নামে যারা অর্থ দাবী করছেন, তাদের কেউই সাংবাদিক নন। চসিক নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির প্রতারকচক্র। নির্বাচনকে ঘিরে প্রতারচক্রের এ ধরনের অপকর্মের ডাকে সাড়া না দেওয়ার জন্য প্রার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী বলেছেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত সাংবাদিকরা কোন ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করেন না। মূলত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। কেউ চক্রের এমন খপ্পরে পড়লে তাৎক্ষনিক সংশ্লিষ্ট থানায় অবহিত করুন।

সিটি নিউজ/জস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.