আরিফের রক্তে বাকলিয়ায় প্রগতিশীল রাজনীতির পুন:জন্ম হয়েছে

0

সিটি নিউজঃ এমইএস কলেজ ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্র লীগ নেতা আরিফুল ইসলামের ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ আরিফ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল চারটায় নগরীর ডিসি রোড়স্থ হাজী শফিকুল ইসলাম চত্বরে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের আহবায়ক ও মহান স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহেদ মুরাদ সাকুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আলহাজ্ব শহিদুল আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো সরওয়ার আলম চৌধুরী মনি।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শহিদুল আলম বলেছেন, বাকলিয়ায় আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম শহীদ আরিফুল ইসলাম । ২০০০ সালে জামাত-শিবিরের সন্রাসী হামলায় ছাত্র নেতা আরিফ শহীদ হয়েছিল। তার রক্তের বিনিময়ে বাকলিয়ায় জামাত শিবিরের দূর্গের পতন ঘটে। আরিফ সাহসী ছাত্র নেতা ছিল, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আপোষহীন ছিল।

প্রধান বক্তা আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, বাকলিয়া ছিল স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের দূর্গে। প্রতিটি বাড়িতে ব্যাচলর বাসা ভাড়া নিয়ে শিবিরের রাজনীতির নামে দখলদারত্ব কায়েম করে। বাকলিয়া এলাকায় জামাত শিবিরকে উত্খাত করতে সবসময়ই সোচ্চার ছিল আরিফ। তার সংগ্রামী আদর্শ আমাদের প্রেরণার উৎস। শহীদ আরিফের আদর্শ ধারণ করে আওয়ামী পরিবারের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান। তিনি আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরীরকে নৌকা এবং ১৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ঘুড়ি মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।

স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব ইউনুস কোম্পানি, যুগ্মআহবায়ক আলী নেওয়াজ,আকবর আলী আকাশ, যুব গণফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি আদিল আহমেদ মজুমদার, ওয়ার্ড যুব লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা সফিউল আজম শামীম, ১৭,১৮,১৯ ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আক্তার রুজি, বাকলিয়া থানা আওয়ামী লীগ নেতা সিরাজদৌল্লাহ দৌলত, বাকলিয়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন কাদের, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন আহাদ, যুব লীগ নেতা আল হারুন রিপন, যুব মহিলা লীগ নেত্রী নাসরিন আক্তার মুন্নী, প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.