সিটি নিউজঃ চট্টগ্রামের আগ্রাবাদে যুবলীগ কর্মী মারুফ চৌধুরী মিন্টু হত্যা মামলার আসামী মোস্তফা কামাল টিপুসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া বাকি আসামিদের মধ্যে রয়েছে মাহবুবুল আলম প্রকাশ ইয়াবা মাহবুব, ফয়সাল খান, রাব্বি ও শাহেদুল ইসলাম সাহেদ। এদের মধ্যে শাহেদুল ইসলাম সাহেদ আজগর আলী বাবুল সর্দার হত্যা মামলারও আসামী।
জানা গেছে, মিন্টু হত্যা মামলায় এখন পর্যন্ত ৬ আসামি জন কারাগারে আছে। এরা সবাই চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের অনুসারী।
এর আগে ২০২০ সালের ১২ নভেম্বর আগ্রাবাদ এলাকায় রাস্তার উপর চা খাওয়ার সময় যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপু ও তার অনুসারীরা তার ওপর অতর্কিত হামলা করে মারুফ চৌধুরীর উপর। ধারালোর অস্ত্রের আঘাতে গুরুতর আহত মিন্টু নগরীর একটি বেসরকারি হাসপাতালে ১৩ নভেম্বর সন্ধ্যায় মারা যান।
সিটি নিউজ/ডিটি