ভোটের দিন স্বাভাবিক থাকবে যান চলাচল

0

সিটি নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন,আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন সকল যান চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়া ভোটের দিন নগরের কোনো প্রতিষ্ঠান সাধারণ ছুটি না থাকলেও দুই ঘণ্টার ছুটি নিয়ে ভোট দেওয়ার সুযোগ দিতে প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মিলনায়াতনে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ইসি সচিব বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকবে না৷ গাড়ি চলাচল ও অফিস আদালত যথারীতি চলবে। শুধু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে যদি কোনো ভোটার থেকে থাকে তাহলে তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।

চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের, আইডিই প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাসেম মো. ফজলুল কাদের, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ২৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ২৮ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সাধারণ ছুটি না থাকা ও সকল যান চলাচল স্বাভাবিক থাকার ঘোষণা দেন।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.