চসিক নির্বাচন: জামানাত হারালেন শাহাদাতসহ ৬ মেয়র প্রার্থী

0

সিটি নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশগ্রহণকারী ৭ দলের প্রার্থীর মধ্যে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ ৬ প্রার্থীর জামানাত বাতিল হয়েছে। সিটি নির্বাচনের ৪৪ (৩) বিধিতে বলা হয়েছে- ‘ভোটগ্রহণ বা ভোটগণনা সমাপ্ত হওয়ার পর যদি দেখা যায় যে, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেয়েছেন, তাহলে ওই প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।’

বুধবার গভীর রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, ৪লাখ ৩৬ হাজার ৫৪৩ ভোটের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট। নির্বাচনী বিধি অনুযায়ী জামানত রক্ষা করতে হলে শাহাদাতকে পেতে হতো অংশ নেওয়া মোট ভোটের আটভাগ ভোট অর্থ্যাৎ ৫৪ হাজার ৫৬৮ ভোট। সে হিসেবে জামানত হারিয়েছেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

সিটি নির্বাচনে শুধু ডা. শাহাদাত হোসনই নন জামানত হারিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (২১২৬), এনপিপির আবুল মনজুর (৪৬৫৩), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (৪৯৮০), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (১১০৯) ও স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (৮৮৫)। এদের মধ্যে জান্নাতুল ইসলাম নির্বাচনের দিন দুপুরে নির্বাচন বর্জন করেছিলেন।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী তিন লাখ ১৬ হাজার ৭৫৯ ভোটের বিশাল ব্যবধানে জিতে নগর ভবনে যাওয়ার অপেক্ষায় আছেন। মোট ১৯ লাখ ১৭ হাজার ৯৭৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪ লাখ ৬৫ হাজার ৪৩ ভোট। শতকরা হারে ভোটগ্রহণ হয়েছে ২২ দশমিক ৫২ শতাংশ।

এছাড়া ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টিতে সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন এবং ১৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একটি ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিম মৃত্যুবরণ করায় সেখানে কাউন্সিলর নির্বাচন স্থগিত রয়েছে। বিজয়ী প্রার্থীরা ছাড়া বেশির ভাগ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে এ নির্বাচনে।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.