টেস্ট দলের দরজাও খুললো হাসান মাহমুদের

0

 

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের নাম ঘোষণা করেছে বিসিবি। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

শনিবার (৩০ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ পেসার হাসান মাহমুদ। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথমবার টেস্ট দলে সাকিব আল হাসান।

ওয়ানডে দলের হয়ে খেলে সাফল্য পাওয়ায় প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া হাসান ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সেখানে তার শিকার ৩৪ উইকেট।

এদিকে শেষ ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলন সাকিব। তবে তিনি শঙ্কামুক্ত। টেস্ট দলে তাকে রেখেছেন নির্বাচকরা। সাকিব সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে ১৫ মাস বিরতির পর আগামী ৩ ফেব্রুয়ারি বন্দরনগরীতেই পাঁচ দিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষে দুই দল এখন টেস্টের প্রস্তুতি নিচ্ছে। ক্যারিবয়ীরা এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশের বিপক্ষে।

বাংলাদেশ স্কোয়াডঃ

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

সিটি নিউজ/ডিটি

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.