ব্যাংকে পড়ে আছে অলস টাকা

0

সিটি নিউজঃ দেশের ব্যাংকে ব্যাংকে পড়ে আছে অলস টাকা। দিন দিন বাড়ছে অলস টাকার পরিমান।  অনুসন্ধানে জানা যায়, গত নভেম্বর পর্যন্ত ব্যাংকগুলোতে এ টাকা ১লাখ ৮৩ হাজার কোটিতে দাঁড়িয়েছে। যা জানুয়ারী শেষে ২ লাখ কোটিতে পৌঁছতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এমন পরিস্থিতিতে আবাসন খাতে সুদ কমিয়ে ঋণ প্রদানের হার বাড়িয়ে দিতে আগ্রহী হয়ে উঠেছে ব্যাংকগুলো। বেকার ও অর্ধ বেকারদের আত্ম কর্মসংস্থানের জন্য জামানত ছাড়াই ৫ লাখ টাকার ঋণ দিচ্ছে রাস্ট্রায়ত্ব কর্মসংস্থান ব্যাংক। ৮ শতাংশ সরল সুদে এই ঋণ পাওয়ার যোগ্য বেকার যুবক ও যুব নারীরা।

অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকে তারল্যে ভাসছে-একথা ঠিক নয়। অতিরিক্ত তারল্যের বড় অংশ সরকারী বন্ড। চাহিদার চেয়ে বেশী বন্ড কেনা হয়েছে।  ঝুঁকি বিহীন আয় হিসেবে সরকারী বন্ড ব্যাংকগুলোতে বিনিয়োগ করছে। বেসরকারী খাতে ঋণ কম। ফলে অতি তারল্য বাড়ছে। করোনা নিয়ন্ত্রণ, রপ্তানী বৃদ্ধি ও আভ্যন্তরীন পণ্যের চাহিদা না বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে না। ঋণ ও আমানতে সুদের হার কমেছে। তবু বিনিয়োগ নেই।

সিটি নিউজ/জস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.