কম খরচে সব ধরনের সেবা দিবে পটিয়া জেনারেল হসপিটাল 

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় আগামী ৫ ফেব্রুয়ারী থেকে যাএা শুরু করছে। মানসম্মত স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি নিয়ে বেসরকারী স্বাস্থ্যসেবা খাতে পটিয়ায় নতুনত্ব ও স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবায় পটিয়া জেনারেল হসপিটাল এন্ড ডায়গনস্টিক প্রাঃ লিঃ।

তারা ২৫% কম খরচে সব ধরণের পরীক্ষা নিরীক্ষা। জরুরী বিভাগে ২৪ ঘন্টা ইর্মাজেন্সী চিকিৎসা সেবা, নবজাতক ও শিশুদের জন্য বিশেষায়িত শিশু বিভাগ, ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান ও নান্দনিক পরিবেশে চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন মূখী সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার করেছেন হসপিটাল কর্তৃপক্ষ।

তারা লাভ নয়, মানবতার সেবক হিসেবে মানবিক সেবা নিশ্চিতের মাধ্যমে জনগণের কাঙ্কিত সেবা নিশ্চিত করার জন্যই এ হসপিটাল চালু করছেন মর্মে তথ্য দিয়ে সকলে সহযোগিতা কামনা করেন।

গতকাল দুপুরে হসপিটালের উদ্যোগে আয়োজিত পটিয়ার স্থানীয় কর্মরত সংবাদিকদের সাথে হসপিটালের অডিটোরিয়ামে মতবিনিময়কালে পটিয়া জেনারেল হসপিটালের চেয়ারম্যান ডা: এ কে এম মহিউদ্দিন মানিক উপরোক্ত কথা গুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের জেনারেল ম্যানেজার ডা: এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান ডা: হুমায়ুন রশিদ চৌধুরী, বাহাদুর খাদেমী, পরিচালক (এডমিন) সাইফুল ইসলাম ও পরিচালক বেলাল হোসাইন।

পরে সংবাদিকদের হসপিটালের বিভিন্ন সুযোগ সুবিধা ও বিভিন্ন কক্ষ পরিদর্শন ও এ বিষয়ে সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.