সিটি নিউজঃ নগরীর কোতোয়ালী থানা পুলিশ ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার ও একজন নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থেকে নিউমার্কেট যাওয়া পথে পুলিশ মোঃ আরিফ মিয়া (২৩), তামিম মিয়া (২০), মোছা: ফাতেমা আক্তার (৩৫) নামে ২ জন পুরুষ ও ১ জন মহিলাকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের সঙ্গে থাকা প্রায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়াা কোতোয়ালী থানার এসআই সুকান্ত চৌধুরী সিটি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের বিপরীতে মমতাজ হোটেলের সামনে থেতে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলা হতে কমদামে সংগ্রহ করে গাজীপুর নিয়ে বেশি দামে বিক্রয় করার উদ্দেশ্যে ট্রেনযোগে গাজীপুর যাওয়ার জন্য চট্টগ্রাম রেলষ্টেশনের দিকে যাচ্ছিল।
গ্রেফতারকৃত আসামীরা হলোঃ মোঃ আরিফ মিয়া (২৩),পিতা-মোঃ সফিকুল ইসলাম, মাতা-সায়েদা খাতুন, সাং- বাঁশগাড়ী, রাজনগর, কসাই বাড়ী, ০৬ নং ইউপি, থানা-রায়পুর, জেলা-নরসিংদী, বর্তমানে-গাজীপুর টঙ্গী বড়বাড়ী, কাজিম উদ্দিন এর বাসা,নীচ তলা, থানা-গাজীপুর সদর, জেলা-গাজীপুর, তামিম মিয়া (২০), পিতা-মৃত কাদের মিয়া, মাতা-ফরিদা বেগম, সাং-গুরাদিয়া, মাসুদ ভুঁইয়া পাড়া, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, মোছা: ফাতেমা আক্তার (৩৫), স্বামী- মোহম্মদ হোসেন মিয়া, পিতা-মৃত আবুল হোসেন, মাতা-মোছা: আনোয়ারা বেগম, সাং-চর বাঁশগাড়ী, বদর উদ্দিন সরকার বাড়ী, ৭ নং ইউপি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী বর্তমানে- গাজীপুর টঙ্গী বড়বাড়ী, কাজিম উদ্দিন এর বাসা,নীচ তলা, থানা-গাজীপুর সদর, জেলা-গাজীপুর।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
সিটি নিউজ/ডিটি