জামিনে মুক্ত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি

0

সিটি নিউজ ডেস্ক: ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। গত জানুয়ারিতে অমিত শাহকে নিয়ে অশালীন মন্তব্য করায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বিজেপির বিধায়ক মালিনী লক্ষ্মণ সিং গউরের ছেলে একলব্য। ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এর এ, ২৬৯ ধারায় অভিযোগ করা হয় মুনাওয়ার ফারুকি ও তার ৫ বন্ধুর বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ফারুকিকে। গত ২৮ জানুয়ারি মধ্যপ্রদেশ হাইকোর্ট ফারুকির জামিন আবেদন খারিজ করে দেন। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যান মুনাওয়ার ফারুকি। গত ৫ ফেব্রুয়ারি জামিন পেয়েছেন তিনি।

কিন্তু তাকে ছাড়তে রাজি ছিল না মধ্যপ্রদেশের ইন্দোর জেল। পরে গত শনিবার মাঝরাতে ইন্দোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ফোন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তার ফোন পেয়ে অবশেষে ছেড়ে দেওয়া হয় মুনাওয়ার ফারুকিকে।

এ প্রসঙ্গে ইন্দোর জেলে এক শীর্ষকর্তা ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমরা এতদিন পর্যন্ত কোনও নির্দেশ পাইনি। সুপ্রিম কোর্টের বিচারপতি রাতে ফোন করে বলেন, ওয়েবসাইটে নির্দেশ আপলোড করা হয়েছে। সেটা দেখার পর মুনাওয়ার ফারুকি কে মুক্তি দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.