করোনা টিকা নিলেন বাঁশখালী প্রেস ক্লাবসহ কর্মরত সাংবাদিকরা

0

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকবৃন্দ কোভিড-১৯ টিকা নিয়েছেন।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শফিউর রহমান মজুমদার এর সার্বিক তত্তা¡বধানে বাঁশখালী প্রেস ক্লাব, ও কর্মরত সাংবাদিকরা টিকা নেন।

এদিন টিকা নেন বাঁশখালী প্রেসক্লাবের আহবায়ক দিলীপ কুমার তালুকদার, যুগ্ম আহবায়ক মোহন মিন্টু, যুগ্ম আহবায়ক ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইরুল ইসলাম চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশ ও মানবকন্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের প্রমুখ।

টিকা প্রদানে সহযোগীতা করেন, সিনিয়র স্টাফ নার্স রুনু সুলতানা, মেডিকেল টেকনোলজিষ্ট মো. জয়নাল আবেদীন মাহবুব, একাউন্টেন্ট মো: শাহেদ মিয়া, পরিসংখ্যানবিদ শিপংকর সুশীল, রেড ক্রিসেন্ট স্বেচ্ছা সেবক আয়েশা সিদ্দিকাসহ বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তারা সাথে ছিলেন।

এছাড়াও সরকারি চাকুরিজীবি, পুলিশ সদস্য,সহ বিভিন্ন পেশাজীবি লোক করোনা টিকা গ্রহন করেছে।
জানা গেছে, বাঁশখালীতে সরকারিভাবে ২ হাজার ৫ শত ৮৪ টি ভায়া ২৫ হাজার ৮শত ৪০ ডোজ টিকা প্রাপ্ত হয়। যা ১২ হাজার ৯শত ২০ জনকে দেওয়া সম্ভব হবে।

বাঁশখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শফিউর রহমান মজুমদার বলেন, এ পর্যন্ত ৪১০ জন করোনা টিকা গ্রহন করেন। রেজিস্ট্রেশন করেন ৯৫৪ জন। বাঁশখালীতে টিকা গ্রহনে পর্যাপ্ত সাড়া পাওয়া যাচ্ছে ।

এদিকে গত ৫ ফেব্রয়ারি বাঁশখালীর প্রথম করোনা রোগী ডা: আসিফুল হকের করোনা টিকা গ্রহনের মধ্যে দিয়ে বিশ্বে আলোচিত করোনা টিকা গ্রহন শুরু হয়েছে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে।

গতকাল রবিবার সকালে করোনা টিকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এ সময় বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বাঁশখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শফিউর রহমান মজুমদার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সফিউল কবীর প্রমুখ|

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.