বাঁশখালীতে বই উৎসবে বই পেল ৩৩০ কলেজ শিক্ষার্থী

0

সিটি নিউজ ডেস্ক: বাঁশখালীতে ১৪তম বারের মতো মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজে পালিত হয়েছে বই উৎসব। আজ শনিবার মাস্টার নজির আহমদ ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় ৩৩০জন ভর্তিকৃত শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়।

মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এসময় বই পাওয়া উপলক্ষ হলেও বহুদিন পর করোনার কারনে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্টানে নতুন শিক্ষার্থীদের উপস্থিতি যেন প্রাণের সঞ্চার করেছিল। তাইতো হাসিমুখে বই নিয়ে ফিরতি পথেই জানালো, প্রাপ্ত বইগুলোই হবে আগামীর নিত্যসঙ্গী।

বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি বলেন, ‘একাদশ শ্রেণীর ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতিবছর আমরা বই দিয়ে থাকি। এবারো বই দিয়েছি। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও কিতাব দিয়ে থাকি। কোভিডের কারনে আমার ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারি নাই। আপনারা জানেন মাস্টার নজির আহমদ ট্রাস্ট প্রতিষ্টালগ্ন থেকে আর্ত্মসামাজিক ও সৃজনশীল কর্মকান্ডে সবসময় সহযোগিতা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের এই ১৪তম বই বিতরন অনুষ্টান।

কলেজ অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে বই উৎসবে আরো উপস্থিত ছিলেন আমির হোসেন, বনস্রী সেনগুপ্ত, আমজাদ হোসেন, মাহমুদুল করিম, মো. শাহাদাৎ হোসেন, লুৎফন নাহার, কামরুন্নাহার, সালাহউদ্দিন ওয়াসিম, শহীদুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.