পটিয়া পৌর নির্বাচনে নিহত ১, আনসার ক্যাম্পে আগুন

0

পটিয়া প্রতিনিধিঃ পটিয়া পৌরসভা নির্বাচনে নির্বাচনী সহিংসতায় আবদুল মাবুদ (৪৫)নামে একজন কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত হয়েছে। ঘটনার পর গোবিন্দার খীল কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ জনগণ আনসার ভিডিপি ক্যাম্পে অগুন ধরিয়ে দেয়।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পটিয়ার গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাবুদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল মান্নানের ভাই বলে জানা গেছে।

এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান ও সরওয়ার কামাল রাজিবকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, সকাল থেকে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলেও দুপুর নাগাদ তা গোলাগুলিতে রূপ নেয়। এসময় প্রতিপক্ষের গুলিতে কাউন্সিলর প্রার্থী মান্নানের ভাই নিহত হন। এরপর বিক্ষুব্ধ কর্মীরা পটিয়া আনসার ভিডিপি ক্যাম্পে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খিল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে গুলিতে একজন আহত হয়। তাকে আহত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ওই কেন্দ্রে বিজিবি, র্যা ব ও পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাসানুজ্জামান জানান, পটিয়ায় একজন নিহত হয়েছেন। এটা অবশ্যই নিন্দনীয়। নিহতের ঘটনা আসলে কি নির্বাচন সংশ্লিষ্ট নাকি পারিবারিক ঘটনা খতিয়ে দেখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সিটি নিউজ/ডিটি

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.