হালদার তীর সংরক্ষণ প্রকল্পে ব্যয় বেড়েছে ১০৬ কোটি টাকা 

0

সিটি নিউজঃ চট্টগ্রাম হালদা নদীর উভয় তীর সংরক্ষণ প্রকল্পে ব্যয় ও সময় দুইই পাড়ানো হয়েছে। প্রকল্পটিতে দ্বিতয় সংশোধনীতে ব্যয় বাড়ানে হয়েছে ১০৫ কোটি ৯৭ কোটি টাকা।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অন্যান্য প্রকল্পের সাথে এটিরও অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম জেলাধীন হাটহাজারী ও রাউজান উপজেলায় হালদা নদীর উভয় তীরের ভাঙ্গন থেকে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষণ কাজ’ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেয়া হয়।

প্রকল্পটির মূল খরচ ছিল ২১২ কোটি ৭ লাখ টাকা। দ্বিতীয় সংশোধনীতে এর খরচ বেড়েছে ১০৫ কোটি ৯৭ লাখ টাকা। বর্তমানে প্রকল্পের খরচ বেড়ে দাঁড়ালো মোট ৩৪৯ কোটি ৭৪ লাখ টাকা।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.