রাতে মশা-দিনে মাছি

0

সিটি নিউজঃ কবি ইশ্বর চন্দ্র গুপ্তের কবিতায় একটি উক্তি হচ্ছে, “রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি”। এখন চট্টগ্রাম শহরের অবস্থাও তাই হয়েছে। দিনের বেলা মাছি আর রাতের মশার যন্ত্রণা থেমে নেই।

সম্প্রতি সারাদেশে মশা নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সে সভায় সব সিটি কর্পোরেশনের মেয়ররা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মশার বংশ বিস্তার রোধ করতে বছরজুড়ে কার্যক্রম চালালোর কর্ম পরিকল্পনা গ্রহন করা হবে। একই সঙ্গে তা বাস্তবায়ন করা হবে। এছাড়া লাভি সাইড ও এন্ডাসি সাইড আমদানী করা হবে। যেন এডিশ মশা ছাড়া অন্য প্রজাতীর মশাও নিধন হয়।

অনুসন্ধানে দেখা যায়, নগরীতে মশার উপদ্রব বেড়েছে। সে অনুপাতে মশার ঔষুধ ছিটানো হচ্ছেনা। এমনকি সমুদ্র সৈকত পতেঙ্গায়ও ভ্রমন পিপাসুদের সন্ধ্যার পর পর ঝাঁকে ঝাঁকে মশা আক্রমণ করছে বলে পর্যটকরা জানান।

সিটি নিউজ/জস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.