চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক হত্যা প্রতিবাদে মানববন্ধন

0

চন্দনাইশ প্রতিনিধিঃ নোয়াখালী কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যা ও চট্টগ্রামের বোয়ালখালীর সাংবাদিক সেকান্দর আলম বাবরের উপর হামলার প্রতিবাদে চন্দনাইশ দোহাজারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে দোহাজারী সদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

আলোচনায় অংশ নেন, সাংবাদিক যথাক্রমে আবিদুর রহমান বাবুল, আবু তালেব আনসারী, মোজাহেরুল কাদের, সৈকত দাশ ইমন, মো.নুরুল আলম, আজিমুশ শানুল হক দস্তগীর, এম এ হামিদ, মঈন উদ্দিন, নাছির উদ্দিন, মো. ফয়সাল চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, ছাদেক হোসেন, জনী আশ্চার্য্য, ফায়জুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জাকির হোসেন, শহিদুল ইসলাম, মো. আরাফাত হোসেন, তফিকুল আলম চৌধুরী প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে নোয়াখালী কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির মারা যায়।

অপরদিকে বোয়ালখালীর সাংবাদিক সেকান্দর আলম বাবর সঠিক তথ্য উপস্থাপন করে সংবাদ প্রচারের কারণে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছে। এ সকল অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.