বায়েজিদে প্রবাসীর স্ত্রী হত্যাঃ ৪ জনের মৃত্যুদন্ড

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদে প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন  আদালত।  এছাড়া প্রত্যেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।  অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৩ মার্চ) চট্টগ্রামের চতুর্থ মহানগর অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই আদেশ দেন

মৃত্যুদন্ড পাওয়াা আসামীরা হলোঃ মো. ইয়াছিন (২৭), মো. মুসার ছেলে মনসুর (২৫) মো. তৈয়ব প্রকাশ রানা (২৪) এবং মো. ইসহাক।  মো. ইয়াছিন ছাড়া বাকি তিন আসামি পলাতক রয়েছে।  এদের মধ্যে ইয়াছিন পারভীন আক্তারের স্বামী নুরুল আলমের ভাগিনা।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ মার্চ রাতে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার জয়নব ভিলার তৃতীয় তলায় খুন হন প্রবাসী নুরুল আলমের স্ত্রী পারভীন আক্তার।

ঘটনার তিনদিন পর ৭ মার্চ নুরুল আলম দেশে ফিরে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ এই ঘটনায় নিহত পারভীনের ভাসুর আব্দুর শুক্করের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছিল।

সিটি নিউজ/ডিটি

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.