শেষ হচ্ছে কলড্রপ ও ইন্টারনেট সেবা নিয়ে গ্রাহক ভোগান্তি!

0

সিটি নিউজ ডেস্ক: শ্রীলঙ্কা কিংবা মালয়েশিয়ায় যে তরঙ্গে সেবা পাচ্ছেন ২ কোটির মতো মানুষ, একই পরিমাণ তরঙ্গে বাংলাদেশে ১৭ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে চার মোবাইল ফোন অপারেটর। প্রতি মেগাহার্টজ তরঙ্গে সেবা পাচ্ছেন গড়ে ১৩ লাখ গ্রাহক। এতে তলানিতে নেমেছে সেবার মান। যার উন্নয়নে বাড়তি তরঙ্গ কেনা ছাড়া বিকল্প নেই।

বর্তমানে ৩৭ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে প্রায় ৮ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা প্রায় ২২ লাখ। একই পরিমাণ তরঙ্গ দিয়ে প্রায় ১৫ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে রবি। আর বাংলালিংকের গ্রাহক ১২ লাখ। যেখানে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় প্রতি মেগাহার্টজে গ্রাহক সংখ্যা দেড় লাখেরও কম। নেপাল, মিয়ানমারে সেবা পাচ্ছে ৩-৪ লাখ মানুষ।

তরঙ্গ কম থাকায় করোনাকালে কলড্রপ, ইন্টারনেটের ধীরগতিসহ গ্রাহক ভোগান্তি পৌঁছেছে চরমে। চাপ সামাল দিতে না পেরে তরঙ্গ চেয়ে বিটিআরসিকে চিঠি দেয় মোবাইল ফোন অপারেটররা। এবার তাতে সাড়া দিয়ে আসছে ৮ মার্চ নিলাম ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা। বিটিআরসি বলছে, দুটি ব্যান্ডে মোট ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ তোলা হবে নিলামে। ২০১৮ সালের মতো এবারও ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ভিত্তিমূল্য ৩১ মিলিয়ন ডলার। আর ২৭ মিলিয়ন ডলার ভিত্তিমূল্যে বিক্রি হবে ২১শ’ মেগাহার্টজ ব্যান্ড।

বিটিআরসি স্পেকট্রাম কমিশনার এ কে এম শহীদুজ্জামান বলেন, বাংলাদেশে তিনটি অপারেটর প্রাইভেট অপারেটর আর একটা সরকারি অপারেটর টেলিটক। টেলিটক শুধু ২১শ’ মেগাহার্টজ ব্যান্ডের যে অংশটুকু সেখানে তারা অংশগ্রহণ করবে।

দাম না কমলেও এবারের নিলামে ২৫ শতাংশ অর্থ দিয়ে তরঙ্গ কেনার সুযোগ পাবে মোবাইল ফোন অপারেটররা। বাকি অর্থ ১৫ শতাংশ করে পরিশোধ করতে সময় মিলবে পাঁচ বছর।

এর আগে ২০১৮ সালে ফোরজি চালুর জন্য ১১টি ব্লকে ৪৬ দশমিক চার মেগাহার্টজ তরঙ্গ নিলামে তোলে বিটিআরসি। যার মধ্যে মাত্র ১৫ দশমিক ছয় মেগাহার্টজ বিক্রি হয়।

সিটি নিউজ/ এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.