উপমহাদেশে ইসলাম প্রচার-প্রসারে সুফিদের অবদান সমাদৃত- ব্যারিস্টার আসিফ

0
সিটি নিউজ ডেস্ক: উপমহাদেশে ইসলাম প্রচার-প্রসারে সুফিরা অগ্রণী ভূমিকা রেখেছে। যাদের অবদানে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে অন্যতম খাজা-এ খাজেগান খাজা গরীব নেওয়াজ আজমিরী (রহ:)। সত্যিকার ইসলামের শিক্ষা যারা গ্রহণ করেছেন তাদের কেউ জঙ্গীবাদ-উগ্রবাদকে সমর্থন করতে পারেনা। মানুষের নিকট শান্তির বার্তা পৌঁছানো হল ইসলামের প্রকৃত শিক্ষা।
৫ মার্চ দুপুরে চন্দনাইশ উত্তর বরকল গাজী মল্ল জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় শিরিন ভিলায় খাজা গরীব নেওয়াজ আজমিরী (রহ:)’র ওরশ মোবারকে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আ:লীগ নেতা,বিজিসি ট্রাস্টের সম্মানিত বোর্ড অব ট্রাস্টিজ  ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমেদ আসিফ উপরোক্ত বক্তব্য প্রদান করেন। আলহাজ্ব মুহাম্মদ সাঈদ ইবনে খায়েরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখনে জি.এম শাহাদত হোছাইন মানিক।
জিএম বোরহান উদ্দীনের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-চট্টগ্রামের স্পেশাল পিপি আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম সেন্টু। উপস্থিত ছিলেন, এড.মুহাম্মদ আরিফ, মুক্তিযোদ্ধা সোলাইমান খান,মুক্তিযোদ্ধা শায়রা,এম মন্জুর মোরশেদ চৌধুরী, মুহাম্মদ আবুল বশর শিকদার,সাংবাদিক গোলাম সরোয়ার,  আলহাজ মুহাম্মদ আবু তাহের, আলহাজ্ব মুহাম্মদ আলী আক্কাস, কেএএম রাশেদ, মুহাম্মদ মোসলেম খা, মুহাম্মদ আবুল হোসেন মেম্বার, মুহাম্মদ জামাল হোসেন মেম্বার, মুহাম্মদ আবদুল মালেক হিরু,মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ তৈয়্যব আলী,মাওলানা মুহাম্মদ আবু হানিফ, জিএম সিরাজুল ইসলাম, মুহাম্মদ রেজাউল করিম জুয়েল, জিএম আহসান হাবীব,জিএম সরোয়ার উদ্দীন,মুহাম্মদ কায়কোবাদ প্রমুখ।
সভা শেষে দেশ-জাতীর মঙ্গল কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবু হানিফ।

 

সিটি নিউজ / এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.