অবশেষে ছয় কিশোর-কিশোরী পরিবারের জিম্মায়

0

সিটি নিউজঃ ঢাকা থেকে পালিয়ে বিয়ে করতে চট্টগ্রামে এসে পুলিশ হেফাজতে যাওয়া ছয় কিশোর-কিশোরী পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তারা ছয় জনই স্কুল শিক্ষার্থী।

শনিবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে সমাজ সেবা অফিসার, ঢাকার দামরাইয়ের জনপ্রতিনিধির উপস্থিতিতে ওই ছয় শিক্ষার্থীকে তুলে দেয় কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন সংবাদ মাধ্যমকে বলেন, ‘ঘর পালিয়ে বিয়ে করতে চট্টগ্রামে আসা ছয় শিক্ষার্থীকে শনিবার দুপুরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জানা গেছে, তাদের একজন স্থানীয় একটি মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ে। তিন কিশোরের দুই জন ধামরাইয়ের স্থানীয় দুইটি স্কুলে অষ্টম ও নবম শ্রেণিতে এবং আরেকজন কুমিল্লার লাকসামে একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে।

উদ্ধার হওয়া তিন কিশোরীর দুই জন ঢাকার ধামরাইয়ে স্থানীয় দুইটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

ছয় জনের মধ্যে পাঁচ জনের বাড়ি ধামরাই উপজেলার বড় কুশিরিয়া কাজিয়ারকুণ্ড গ্রামে। আরেকজনের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তবে সে কিশোর করোনা ভাইরাস সংক্রমণে স্কুল ছুটি থাকায় কাজিয়ারকুণ্ডে খালার বাড়িতে থেকে টাইলস ফিটিংয়ের কাজ শিখছে।

এসি কোতোয়ালী নোবেল চাকমা বলেন, শুক্রবার (১২ মার্চ) রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এসময় তাদের দুইজন নিজেদের ‘স্বামী-স্ত্রী’, অন্যরা ‘বন্ধু-বান্ধবী’ পরিচয় দেয়। তাদের সন্দেহজনক কথাবার্তার জন্য থানায় নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিয়ে করার জন্য তারা পালিয়ে চট্টগ্রাম এসেছে। থানায় এনে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা শনিবার সকালে থানায় আসে। পরে সমাজ সেবা অধিদফতর মহানগরের প্রবেশন অফিসার ফারম্নমা বেগমের উপস্থিতিতে কিশোর-কিশোরীদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

নোবেল চাকমা আরও বলেন, তারা বাড়ি থেকে পালিয়ে শুক্রবার দুপুরে চট্টগ্রামে আসে। তাদের বয়স কম। চট্টগ্রামে তাদের কোনো আত্মীয়স্বজন, চেনা-পরিচিত লোকজনও নেই। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারত। এই বয়সে বিয়েও আইনসিদ্ধ নয়। সেজন্য আমরা তাদের থানায় নিয়ে গেছি।পুলিশ সূত্র জানায়, সবার বাড়ি একই এলাকায় হওয়ায় তাদের মধ্যে প্রেমে সম্পর্ক গড়ে উঠে। নিজের পছন্দে বিয়ে করতে তারা সবাই এক সাথে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেয়।

পরিকল্পনা অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে সবাই একযোগে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এবং সেখান থেকে বিকালের ট্রেনে করে রাতে চট্টগ্রামে চলে আসে। রাতে নগরের ফ্রি পোর্ট এলাকায় ৭০০ টাকা ভাড়ায় একটি বাসায় থাকে তারা। সকাল থেকে বিভিন্ন স্থানে ঘুরে তারা সিদ্ধান্ত নিয়েছিল বাড়ি ফিরে যাবে। সেজন্য তারা বাসের টিকিট করতে গিয়েছিল। কিন্তু টাকা সংকুলান না হওয়ায় রাতের ট্রেনে ঢাকায় ফিরতে রেল স্টেশনে গিয়েছিল। সেখান থেকে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.