জাতির পিতার জন্মবার্ষিকীতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে আলোচনা সভা

0

সিটি নিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের উদ্যোগে
পরিচালকের সম্মেলন কক্ষে “বঙ্গবন্ধু ও বাংলার জনস্বাস্থ্য” বিষয়ক আলোচনা সভা, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোষাক ও খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

আজ ১৭ মার্চ (বুধবার) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোঃ আবদুর রব, বক্ষ ব্যাধি হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. এস এম নুরুল করিম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান ও সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ নুরুল আবছার।

স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কামরুল আযাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসেন প্রমূখ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার পূর্বে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্য পরিচলকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মববার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোষাক ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.