পটিয়ার স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণে কাউন্সিলর মো নাছির উদ্দীন

0

সুজিত দও, পটিয়া প্রতিনিধি : পটিয়ার উপজেলার স্মৃতিসৌধে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রামের পটিয়ার পৌর নব – নির্বাচিত কাউন্সিলর ও পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌর মেয়র ও পটিয়া উপজেলার আওয়ামী লীগ সহ সভাপতি আইয়ুব বাবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সস্পাদক এম এম এ নাছির, পটিয়া পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি মো ফজজুল হক আল্লাই, পৌর আ”লীগ সাংগাঠনিক সস্পাদক মো নজুরুল ইসলাম, হাজী মোফিজুর রহমান, ব্যাংকার মোহাম্মদ রহমত আলী, য়ুবলীগ নেতা মো সাইফুউদ্দীন সাইফু, আল্লাই-ওখাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জলি শর্ম্মা, সহকারী প্রধান শিক্ষিকা শাশ্বতী দাশ, শিক্ষিকা শাহেদা খানম, শিক্ষিকা তপসী চৌধুরী, শিক্ষিকা মিসফা সুলতানা, শিক্ষিকা সারমা রহমান,ও মোহাস্মদ সোহেল (দপ্তরী) ছাএলীগ নেতা মো নুরুল আকিব ফাহিম, মো ফারহান, মো শাওন, মো দিদারুল আলম, মো সজীব, মো আরিফ, মো নাঈম উদ্দিন, মো সাজ্জাদ, মো আরিফ প্রমুখ

কাউন্সিলর মো নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর জম্ম না হলে স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা পেতাম না। তার ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে মূলত স্বাধীনতা রচিত হয়েছে। তার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। এই ধারা রক্ষায় পটিয়া পৌর ১ নং ওয়ার্ডকে ডিজিলাইজড দৃষ্টিনন্দন শহর উপহার দেব ।

সিটি নিউজ/এসআরএস/এসডি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.