সিটি নিউজঃ পাকিস্তানী হানাদার বাহিনীর আকষ্মিক ও বর্বর হামলা প্রতিরোধের পর ওয়ারলেসের মাধ্যমে সারাদেশের থানাগুলোকে বার্তা ছড়িয়ে দেওয়া হয় ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন থেকে।
বার্তাটি ছিল এভাবে- “ও বেস ফর অল ষ্টেশন অব ইষ্ট পাকিস্তান পুলিশ, কিপ লিসেনিং, হুইচ, উই আর অলরেডি অ্যাটাক্টেড বাই দ্যা পাক আর্মি, ট্রাই টু সেভ ইউরসেলফ, ওভার”।
২৫ শে মার্চ কালোরাতে এ বার্তা পেয়ে দেশের সব জেলায় পুলিশ বাহিনীর সদস্যরাই প্রথম হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।
সিটি নিউজ/জস