ঢাকা ছাড়লেন লোটে শেরিং

0

সিটি নিউজ ডেস্কঃ মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশের উদ্দেশে রওনা হন।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন লোটে শেরিংকে বিদায় জানান।

তিনদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে গার্ড অব অনার দেয়া হয়।

সেখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান লোটে শেরিং এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও একটি গাছের চারাও রোপণ করেন।

সফরের দ্বিতীয় দিন গতকাল বুধবার লোটে শেরিং জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অতিথি হিসেবে জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.