হাটহাজারীতে তাজকিয়া’র মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার

0

সিটি নিউজ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আত্ম-উন্নয়নমূলক যুব সংগঠন “তাজকিয়া”হাটহাজারী জোন কর্তৃক আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী – মুক্তিযুদ্ধের ভূমিকা ও যুবাদের চেতনা’ শীর্ষক সেমিনার হাটহাজারী বাসস্ট্যান্ডস্থ আল জামান হোটেল মিলনায়তনে জোনের আহবায়ক ফয়েজুল ইসলামের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক মুজিবুল হকের সঞ্চালনায় ২৬ মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সেমিনারের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এস. এ. মোহাম্মদ আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষক মোঃ মোরশেদুল আলম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীন প্রকৌশলী ও জীব প্রযুক্তি বিভাগের প্রভাষক এস এম মুর্শিদ-উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আরেফিন রিয়াদ। এতে আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হাটহাজারী সদর শাখার সাধারণ সম্পাদক আশেকে রসুল রোকন, উপজেলার সাংগঠনিক সমন্বয়ক মোঃ বেলাল উদ্দিন, গ্রীন হেলথ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফর ইকবাল সহ আরো গুণী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তাজকিয়া হাটহাজারী জোনের সদস্য সচিব আবিদুল ইসলাম এবং কোর’আন তিলাওয়াত করেন যুগ্ম সচিব ফোরকান আলী।

পরিশেষে, দোয়া-মুনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্ত ঘোষণা করা হয়।

 

সিটি নিউজ / এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.