সিটি নিউজঃ চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্যের অবস্থা শোচনীয়। পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, একেতো দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও করোনার প্রভাবে বাজার, হাট ও মার্কেট সমূহে ক্রেতার উপস্থিতি হ্রাস পাচ্ছে। এতে করে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। অর্থনৈতিক কর্মকান্ডে স্থবিরতা নেমে আসায় মানুষের আয়ের সক্ষমতাও হ্রাস পাচ্ছে।
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে বেচাকেনার উপর প্রভাব পড়ছে বলে ব্যবসায়ীদের অভিমত। তবে ব্যবসায়ীরা মনে করেন, সামনে আসছে পবিত্র রমজান। এই রমজানে ব্যবসা-বাণিজ্য চাঙ্গা হতে পারে।
সিটি নিউজ/জস