মিয়ানমারে সামরিক জান্তার দমন পীড়ন ৫শ ছাড়াল মৃতের সংখ্যা

0

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সামরিক জান্তার হাতে নিহতের সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। সেনাবাহিনীর ক্ষমতা দখলে পর থেকে এ পর্যন্ত দেশটিতে ৫১০ জন নাগরিক প্রাণ দিয়েছে।

এদিকে বার্তা সংস্থাএএপিপির জানায়, গত ১ ফেব্রুয়ারি জান্তা সরকারের ক্ষমতা দখলের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে গত দুই মাসে কমপক্ষে ৫১০ জনের নিহত হয়েছে। এর মধ্যে শনিবারই সব মিলিয়ে ১৪১ জন নিহত হয়েছে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামের একটি সংগঠন জানায়, সোমবারও বিক্ষোভে দমন-পীড়নে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন নিহত হয়েছেন মিয়ানমারের ইয়াংগনের দাক্ষিণ দাগন এলাকায়।

এদিকে সোমবার রাতে প্রদীপ জ্বেলে নিহতদের স্মরণ করেছে গণতন্ত্রকামী আন্দোলনকারীরা ।মঙ্গলবার তারা শুরু করেছে নতুন কর্মসূচি- ‘গার্বেজ স্ট্রাইক’। এ কর্মসূচিতে নাগরিকদের ঘরের আবর্জনা রাস্তার মোড়ে ছুড়ে ফেলে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বলা হচ্ছে।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.