চন্দনাইশ শঙ্খ নদীর তীরবর্তী এলাকায় দর পতনের কারণে সবজি ক্ষেতে পঁচে যাচ্ছে সবজি

0

চন্দনাইশ প্রতিনিধি: উপজেলার সবজি ভান্ডার নামে খ্যাত দোহাজারী শঙ্খ তীরবর্তী এলাকায় দর পতনের কারণে মাঠেই পঁচে যাচ্ছে বিভিন্ন জাতের সবজি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শঙ্খ তীরবর্তী বিশাল এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির মৌসুমী সবজি উৎপাদিত হয়।

শীতকালীন সবজির চাহিদা কমে যাওয়ায় দর পতনের কারণে মাঠে পঁচে যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো। এ সকল সবজি ক্ষেতে সবজি বিক্রি না হওয়া ও হিমাগারে রাখার সুযোগ না থাকায় নষ্ট হচ্ছে বিভিন্ন প্রজাতির সবজি। ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকেরা। এ ব্যাপারে কৃষক আবুল ফয়েজ বলেছেন, বর্তমানে বাজারে ফুলকপি, বাঁধাকপি, টমেটোর চাহিদা কম এবং দামও নেই। তাই এ সকল সবজি মাঠ থেকে তুলে বাজারে নিতে গেলে খরচ উঠে না, এখানকার উৎপাদিত সবজি হিমাগারে রাখার সুযোগও নেই। তাই এ সকল এলাকার কৃষকেরা না তোলার কারণে মাঠে পঁচে যাচ্ছে।

সিটি নিউজ/এসআরএস/ডিএইচ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.